| |

Ad

ফেসবুকে নারী কন্ঠে প্রতারনা বাণিজ্য

আপডেটঃ 4:47 pm | July 01, 2020

ফেসবুকে ফন্দিবাজ নারী কন্ঠে প্রতারনা বাণিজ্য

উওরখান প্রতিনিধিঃ

অভিনব কৌশলে নানা ধরনের ফাদে কথার ছলে টাকা কামানো ফন্দিবাজ এক যুবককের নাম সুমন সে নাকি বিভিন্ন নামে বেনামে একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন আকর্শনীয় মেয়েদের ছবি দিয়ে। ফেসবুক বন্ধু বানানো কৌশল করে ও ফেসবুকে কথা বলে প্রেমের নামে কৌশনে নারী কন্ঠে কথা বলে।
ফেসবুক বন্ধুদের কথার মাঝে পাগল করে রাখে এক পর্যায়ক্রমে টাকা চায়, টাকা নেওয়ার জন্য কথার মারপেঁচে ফেলে বিকাশে টাকা আদায় করে।
তার পরিবারের লোকজন পিতা ও মাতা বিষয়গুলো জানে এবং তার নিকটের লোকজন ও এই ধান্দবাজীর কাহিনীগল্প জানে অনেকে।
রাজধানীর উওরার উওরখানের কুটিপাড়া বড়বাগ এলাকায় দীর্ঘ সময় ধরে থাকে সুমন ও তার পরিবার।
ছেলে হয়ে মেয়ে কন্ঠের কথা বলার জন্য আলাদা ভাব জানে।
এমনি তথ্য প্রমান জানাযায়। মেয়ের ছবি ও মেয়েদের নাম দিয়ে অনেক গুলো ফেসবুক আইডি চালায় সে সকল আইডির নাম পরিচয় আলাদা।
মাঝে মাঝে ফেসবুক আইডির নাম বদলানোর ফন্দিফিকির করে।
সকালে এক নামে আইডি বিকালে আরেক নামে আইডি ও রাতে আরেক নামের আইডি চালায়।
সকাল থেকে রাত ব্যাপী ফেসবুকে লাইলে থাকে।
অনেক সময় অন্য মেয়েদের গোপন ছবি দিয়ে ছেলেদের গোপন ছবি কালেকশন করে জিম্বি করে রাখে তখন ভয়ে ছেলেরা চুপচাপ থাকে লজ্জায়?।
এই সুমন নারী কন্ঠে কথা বলে ছেলেদের সাথে তখন কথা গুলো আবেগি ভাব জমায়ে গোপন কথা বলে রেকটিং করে রাখে।
নিত্যনতুন কৌশলে ফেসবুকে টাকা কামানো পেশায় বেপরোয়া।
বিষয়গুলো জানতে সুমনের মা র সাথে যোগায়োগে করলে যা কিছু করে ঘরে থেকে ফেসবুকে নানা ধরনের ধান্দবাজী ও ভুয়া আইডির বিষয়ে কথা বলতে পাওয়া যানি।
সুমন বলেন আমি অনেকগুলো ফেসবুক আইডি চালাই কে বলছে আটিপাড়া বড় বাগে আসেন কথা বলবো।

( আপডেট- মুহাম্মাদ মহাসিন)