| |

Ad

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ৭

আপডেটঃ 3:11 pm | July 27, 2019

আন্তর্জাতিক ডেস্ক : একই দিনে মাত্র  ২০ মিনিট ব্যবধানে ফিলিপাইনে দুবার শক্তিশালী ভূমিকম্পে অন্তত সাত জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর সোয়া ৪টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপপুঞ্জে আঘাত হানে। এর মাত্রা ছিল ৬ দশমিক ৪।
এর ২০ মিনিট পর বাটানস প্রদেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।
দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, পরপর দুই ভূমিকম্পে আটজন নিহত ও কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন।